০১. প্রথম পেইজ থেকে পদ নির্বাচন [যে পদে প্রার্থী আবেদন করতে ইচ্ছুক] করুন। নিচের চিত্রটি দেখুনঃ
০২. * চিহ্নিত ঘর গুলো সতর্কতার সাথে পূরণ করুন
০৩. অনলাইনে আবেদনের জন্য আবেদনপত্রটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷ আবেদনের যে সমস্ত ঘর ইংরেজীতে পূরণের উল্লেখ আছে সেগুলি ইংরেজীতে পূরণ করতে হবে
০৪. বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য আপনার কম্পিউটারে Bijoy Bayanno Install করে এবং কীবোর্ড এর সাহায্যে Ctrl + Alt + V চাপুন এর পরে আবেদনপত্র পূরণ করুন।
০৫. প্রার্থীর ছবি ও স্বাক্ষর এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা ট্রান্সপারেন্ট হবে।
০৭.আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করার পর ডাউনলোড করে প্রিন্ট করুন এবং কোড ও মোবাইল নম্বর মনে রাখুন যাতে পরবর্তীতে প্রিন্ট করা যায়।